আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর

 

স্টাফ রিপোর্টার: ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেয়া যাবে। এনবিআর সূত্র জানিয়েছে, হরতালজনিত কারণে প্রত্যাশিত রিটার্ন জমা না পড়ায় সময় বাড়ানো হয়েছে। এর আগে এফবিসিসিআইসহ ব্যবসায়ীদের দাবির মুখে ২ নভেম্বর পর্যন্ত ২০১৪-১৫ করবর্ষের রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছিলো। করবর্ষের স্বাভাবিক নিয়ম অনুযায়ী প্রতিবছর ৩০ সেপ্টেম্বর হচ্ছে রিটার্ন জমা দেয়ার নির্ধারিত সময়ের শেষ দিন। তবে প্রায় প্রতি বছরই নানা যৌক্তিক কারণে এ সময়সীমা কম-বেশি বাড়ানো হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এর আগে আসন্ন ঈদুল আজহা ও পূজার ছুটিসহ নানা কারণে যথাসময়ে চলতি করবর্ষের রিটার্ন জমা দেয়ার প্রস্তুতি নিতে পারেননি করদাতারা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক বন্যায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব কারণে করদাতাদের সুবিধার্থে সময় ১ মাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিলো। অবশ্য আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ব্যক্তিশ্রেণির রিটার্ন জমা দেয়ার বাধ্যবাধকতা থাকলেও এ সময়ের পরও রিটার্ন জমা দেয়া যায়। তবে সেজন্য সংশ্লিষ্ট করদাতাকে উপযুক্ত কারণ দেখিয়ে সংশ্লিষ্ট কর অফিসে সময় আবেদনের মাধ্যমে পূর্বানুমোদন নিতে হয়। এর বাইরে জরিমানা দিয়েও রিটার্ন জমা দেয়ার বিধান রয়েছে।

উল্লেখ্য, বছরে দু লাখ ২০ হাজার টাকা পর্যন্ত ব্যক্তি শ্রেণির করদাতার আয় করমুক্ত। এর বেশি আয় হলে প্রযোজ্য হারে বাংলাদেশি যেকোনো নাগরিককে কর পরিশোধ করতে হয়।