আসামে প্রবল বন্যা :নিহত ৭

মাথাভাঙ্গা মনিটর: ভারতের আসাম রাজ্যে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় গৌহাটিসহ চারটি জেলা প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার বানেরপানিতে ১৫ ঘণ্টায় সাত জনের প্রাণহানি হয়েছে। মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর নিজ জেলা কৈনাদানায় বন্যার ফলে সৃষ্টভূমিধসে তিনজন নিহত হন। এছাড়া বেশ কিছু মানুষ আহত হন বলে খবরে বলাহয়।গত ১৫ ঘণ্টায় গৌহাটিতে ব্যাপক ভারী বর্ষণ হয়েছে; যার ফলে বিভিন্নজেলায় বন্যার সৃষ্টি হয়। প্রাদেশিক রাজধানীর রাজগড় ও তরুণ নগর এলাকায় ভারী বর্ষণেরফলে গভীর জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।ব্রহ্মপুত্র নদীর পানিপ্রবাহওবিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে খবরে বলা হয়।পাশ্ববর্তী কামরুপজেলাও বন্যার পানিতে আক্রান্ত হয়েছে। গত বুধবার থেকে সেখানে ভারী বর্ষণ হচ্ছে।রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বন্যার কারণে ১০ হাজার মানুষকেআশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।