আসামি পলায়ন: ৫ পুলিশ বরখাস্ত

 

স্টাফ রিপোর্টার:বাগেরহাটে আদালতে নেয়ার পথে পুলিশের কাছ থেকেহাতকড়া খুলে আসামি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশকেসাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবারদুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা পুলিশ সদস্যদের সাময়িকবরখাস্ত করেন।বরখাস্তকরা ওই পুলিশ সদস্যদের আদালত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।একইসাথেআসামি পালানোর ঘটনায় বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সাদিয়া আফরোজকেপ্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বাগেরহাটেরপুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা পাঁচ পুলিশ সদস্যদের বরখাস্ত করার কথা স্বীকারকরলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম বলতে পারেননি।বেলা সোয়া১১টার দিকে বাগেরহাট কোর্ট হাজতখানা থেকে আদালতে নেয়ার পথে পুলিশের চোখ ফাঁকি দিয়েহাতকড়া খুলে পালায় ডাকাতি মামলার আসমি গাজী দেলোয়ার হোসেন (২২)।বাগেরহাটসদর উপজেলার মহাদেবের মোড় এলাকার একটি বাড়িতে ডাকাতি মামলার অন্যতম আসামি দেলোয়ারখুলনার তেরখাদা উপজেলার মধুপুর গ্রামের আব্দুল গফুর গাজীর ছেলে।বাগেরহাটেরআদালত পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সকাল ৮টার দিকে দেলোয়ারসহ ১২জন আসামিকেআদালতে হাজির করতে জেলা কারাগার থেকে আদালতের হাজতখানায় আনা হয়। আদালতের হাজতখানাথেকে জেলা ও দায়রা জজ আদালতে নেয়ার পথে দেলোয়ার কৌশলে হাতকড়া খুলে দৌড়ে পালিয়েযায়।