আল্টিমেটামের কয়েক ঘণ্টার মাথায় পরিবহন নেতা উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: অপহরনের তিন দিন পর পরিবহন শ্রমিক নেতা নুরুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন তার খোঁজের দাবিতে সরকারকে আল্টিমেটাম দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে খোঁজ মিলেছে এই শ্রমিক নেতার। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফেনীর লালপুর এলাকায় তাকে অপহরণকারীরা অক্ষত অবস্থায় নুরুল ইসলামকে ছেড়ে দেয়। তিনি বর্তমানে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় অবস্থান করছেন। ফলে আগামী ২৬ আগস্ট থেকে বৃহত্তর চট্টগ্রামে ৩৬ ঘণ্টার ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি (পূবাঞ্চল) মৃণাল চৌধুরী বলেন, অপহৃত নুরুল ইসলামের সাথে আমার ফোনে কথা হয়েছে। তাকে ফেনীর লালপুর এলাকায় অপহরণকারীরা ছেড়ে দিয়েছে। এ সময় তার হাতে ৫০ টাকা দিয়ে চট্টগ্রামমুখি একটি বাসে তুলে দেয়। এরপর নুরুল ইসলাম মিরসরাইয়ের জোরারগঞ্জে নেমে ফোনে বিষয়টি আমাদের জানায়। সে বর্তমানে সেখানে থানায় অবস্থান করছেন। তাকে আনার জন্য জেলা ডিবির একটি টিম সেখানে যাচ্ছে। অক্ষত অবস্থায় নুরুল ইসলামের সন্ধান পাওয়ায় পরিবহন ধর্মঘটসহ সব ধরনের কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে।