আলোচনাসভা শেষে ‘মেহেরপুর ৮৪’র আহ্বায়ক কমিটি গঠন

মেহেরপুর অফিস: মেহেরপুরে এসএসসি ১৯৮৪ ব্যাচের পরীক্ষার্থীদের সমন্বয়ে আলোচনাসভা শেষে ‘মেহেরপুর ৮৪’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ প্রাঙ্গণে ৮৪’র বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ মাহমুদ খান নান্নুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন বন্ধু রবিউল ইসলাম রবি, নূর গণি, সাইফুল ইসলাম, ওয়ালিদ হাসান লিটন, রুহুল কুদ্দুস, মাহিনুর ইসলাম প্রমুখ। পরে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেমকে আহ্বায়ক, হাসিবুজ্জামান স্বপন ও আজিজুল হককে যুগ্মআহ্বায়ক, মো. আবু হানিফ বাবুকে কোষাধ্যক্ষ, আফতাব আলী খাঁনকে সহকারী কোষাধ্যক্ষ, অ্যাড. ইয়ারুল ইসলামকে সাংগাঠনিক সম্পাদক, ফিরোজ মাহমুদ খান নান্নুকে সহসাংগাঠনিক সম্পাদক ও শরিফুল ইসলাম ঝন্টুকে প্রচার সম্পাদক করা হয়েছে। এছাড়া ব্যবসায়ী আহসান রাজীক ওপু, জেলা প্রশাসকের পিএ জহিরউদ্দিন, প্রভাষক মাজাহারুল ইসলাম, পৌর কর পরিদর্শক সেলিম খান ও কাঁচামাল ব্যবসায়ী আফতাবকে নির্বাহী সদস্য করা হয়েছে। পরে সেখানে প্রীতিভোজ ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।