আলেপ্পোয় সপ্তাব্যাপি বোমাবর্ষণে নিহত ৩ শতাধিক

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পো ও আশপাশের শহরগুলোয় সরকারি বাহিনীর সপ্তাব্যাপি বোমাবষর্ণে ৩ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক গোষ্ঠী। নারী ও শিশুসহ নিহত এসব মানুষের অধিকাংশই হেলিকপ্টার থেকে নিক্ষিপ্ত ব্যারেল বোমার বিস্ফোরণে নিহত হয়েছেন বলে গত সোমবার জানিয়েছে দেশটির সরকারবিরোধী গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৮ মাস ধরে তারা দেশের বৃহত্তম শহর আলেপ্পো ও এর আশপাশ দখল করে রাখা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বিশেষভাবে তৈরি ব্যারেল বোমা ব্যবহারের নিন্দা জানিয়েছে। তেলের ড্রাম বা সিলিন্ডারের ভেতর বিস্ফোরক ভরে এসব বোমা বানানো হয়, যার মধ্যে বিস্ফোরকের পাশাপাশি ধাতুর টুকরাও ব্যবহার করা হয়। প্রায়ই এগুলো বিমান বা হেলিকপ্টারের পেছনের মাল রাখার স্থান থেকে নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির না করেই ফেলে দেয়া হয়। এতে ব্যাপক প্রাণহানী ঘটে ও সম্পদ ধ্বংস হয়। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরির পরিচালক রামি আব্দেল রহমান জানিয়েছেন, আলেপ্পোতে ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এসব হামলায় ৩শ’ একজন নিহত হয়েছেন, এদের মধ্যে ৮৭ শিশু ও ৩০ জন নারী রয়েছেন।