আলীম জুট মিলস চালুর দাবিতে লাঠিমিছিল : সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার: খুলনা আটরা শিল্প এলাকায় রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলস লি. ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়ার প্রতিবাদ এবং মিলটি চালুর দাবিতে লাঠিমিছিল ও সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। সকালে মিলের শ্রমিকরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়। পরে লাঠিমিছিল নিয়ে মিলের সামনে খুলনা-যশোর মহাসড়কে অবস্থান গ্রহণ করেন শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে আলীম জুট মিলস রক্ষা কমিটির সভাপতি মিলস সিবিএর সাধারণ সম্পাদক আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- সিবিএর সভাপতি আব্দুস সালাম জমাদ্দার, সাইফুল ইসলাম লিটু, আব্দুল হামিদ, হাফেজ আবদুস সালাম ও শেখ জাকারিয়া প্রমুখ।
বক্তারা বিজেএমসির নিয়ন্ত্রণে মিলটি দ্রুত চালু করার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা।