আলামডাঙ্গা কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ২ খাবার হোটেলে ও ৬ আলমসাধু চালককে জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলামডাঙ্গা কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালতে দুই খাবার হোটেলে ও ৬ অবৈধ যান আলমসাধু চালককে ৪ হাজার ৪শ টাকা জরিমানা করেছেন। গতকাল রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেড এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেড আল ইমরান আলমডাঙ্গা থানার এসআই সাজ্জাত হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় কাঁচা বাজারের ভেতরে হোটেল ব্যবসায়ী ইলিয়াস আলীকে ১ হাজার টাকা এবং হোটেল ব্যবসায়ী উত্তম কুমার পালকে ১ হাজার টাকা জরিমানা করেন। আলমডাঙ্গা কাঁচা বাজারে অবৈধযান আলমসাধু রাখার দায়ে মোটরযান অধ্যাদেশে  হরিণাকুণ্ডুর আলমসাধু চালক শাহিনকে ৪শ টাকা, মেহেরপুর রামদাশপুরের আলমসাধু চালক সাজেদুর রহমানকে ৪শ টাকা, জয়রামপুরের আলমসাধু চালক সুজনকে ৪শ টাকা, একই গ্রামের আলমসাধু চালক শাজাহানকে ৪শ টাকা, উপজেলার মোচাইনগরের আলমসাধু চালক হাসানকে ৪শ টাকা ও আলমডাঙ্গা শহরের আমিরুলকে ৪শ টাকা জরিমানা করেন। পরে জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হয়ে বাড়ি যান তারা।