আলাউদ্দিনমজিদচেয়ারম্যান: বেসিক ব্যাংকের নতুন পর্ষদ গঠন

 

 

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রায়ত্তবিশেষায়িত বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে কৃষিব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদকে নিয়োগ দিয়েছে সরকার। সাবেকচেয়ারম্যান আব্দুল হাই সাচ্চু দুর্নীতির দায়ে পদত্যাগের দুদিন পরঅর্থমন্ত্রণালয় নতুন চেয়ারম্যান নিয়োগ দিলো।গতকাল রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।আরেকটিপ্রজ্ঞাপনে বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছেসরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (১৯৯১ সনের ১৪নংআইন) এর ধারা-৪৬ (৬) অধীনে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের প্রেক্ষিতে বেসিকব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হলো।সকালে কৃষি ব্যাংকেরচেয়ারম্যান পদ থেকে আলাউদ্দিন এ মজিদের পদত্যাগপত্র গ্রহণ করে সরকার। অর্থ মন্ত্রণালয়ের একটিসূত্র জানিয়েছে, বেসিক ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের মাধ্যমে পরিচালনাপর্ষদ পুনর্গঠনের কাজ শুরু হলো। আজ-কালের মধ্যে পরিচালনা পর্ষদে নতুন চারজনপরিচালক নিয়োগ দেয়ার কথা রয়েছে। এজন্য অর্থমন্ত্রণালয় চারজন পরিচালকের নামবাছাই করে সিআইবি ক্লিয়ারিং এর জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে। এরাহলেন, অর্থমন্ত্রণালয়ের যুগ্মসচিব মামুন আল রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়েরহসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম বিভাগের চেয়ারম্যান ড. মুজিব আহমেদ, শিল্পমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ এবং হাউস বিল্ডিং ফাইন্যান্সকর্পোরেশনের সাবেক এমডি রায়হান ইউসুফ। বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারিং পাবারপর সদস্য হিসেবে এই চারজনকে নিয়োগ দেয়া হবে বলে সংশ্লিষ্ট সুত্রটিজানিয়েছে।উল্লেখ্য রাষ্ট্রায়াত্ব বেসিক ব্যাংকে প্রায় সাড়ে তিন হাজারকোটি টাকা ভুয়া ঋণের নামে আত্মসাতের অভিযোগ ওঠে সাবেক চেয়ারম্যান শেখআব্দুল হাই সাচ্চুর বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংক তদন্ত করে গুলশান ও রমনাশাখায় ভুয়া ঋণের প্রমাণ খুজে পাওয়ার পর পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার জন্য চিঠিদেয়। একই সাথে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ব্যাংকের এমডিসহ ১২জনকর্মকর্তাকে বরখাস্ত করে বাংলাদেশ ব্যাংক।