আলমডাঙ্গা হারদী গ্রামের দেলোয়ার হোসেন বেল্টুকে পূর্ব শত্রুতার জেরধরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে হারদী গ্রামের দেলোয়ার হোসেন বেল্টুকে কুপিয়ে জখম করা মামলার আসামি আব্দুস সাত্তার গ্রেফতার করেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে।

জানা গেছে, কুয়াতলা মোহাম্মদপুর গ্রামের মৃত কিতাব আলী মণ্ডলের ছেলে আব্দুস সাত্তারসহ (৪৫) কয়েকজন মিলে গত ২১ মে সন্ধ্যায় হারদী গ্রামের রেজেক আলীর ছেলে দেলোয়ার হোসেন বেল্টু ব্যবসার কাজে হারদী থেকে কুয়াতলা মোহাম্মদপুর গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার পথে তার মোটরসাইকেল গতি রোধ করে মোটরসাইকেল থেকে টেনে-হেঁচড়ে নামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এসময় বেল্টুর মোটরসাইকেলও ভাঙচুর করে। পরে তাকে উদ্ধার করে হারদী হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে বেল্টুর ভাই আসিকুজ্জামান অল্টু ৭/৮ জনের নামে লিখিত এজাহার দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে আলমডাঙ্গা থানার এসআই অচিন্ত গতকাল বেলা ১১টার দিকে আব্দুস সাত্তারকে গ্রেফতার করে থানায় নিয়ে যান। গতকালই তাকে আদালতে প্রেরণ করেছে বলে পুলিশ জানিয়েছে।