আলমডাঙ্গা-হরিণাকুণ্ডু সীমান্তের বাঁওড়পাড়ের দু গ্রামবাসীর বিরোধ তুঙ্গে

 

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা-হরিণাকুণ্ডু সীমান্তের বাঁওড়পাড়ের দু গ্রামবাসীর বিরোধ ক্রমশই নগ্ন ও হিংস্র হয়ে উঠেছে। ফুটবল খেলার মাঠে দু গ্রামবাসীর ঠেলাঠেলি মারামারি শেষ পর্যন্ত দাঁড়িয়েছে সংঘর্ষ ও ভাঙচুরে। ফতেপুরের ফাকের মেম্বার সাঙ্গপাঙ্গ নিয়ে গাইঘাটায় দরিদ্রের ১টি দোকান ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। আলমডাঙ্গার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের দরিদ্র কালু বিশ্বাসের ছেলে ঘুড়ি কারিগর গোলাম কুদ্দুস (৬৫) বাঁওড়ের গাইঘাটার দোকানি। তিনি বলেছেন, গতকাল তুচ্ছ ঘটনার জেরধরে প্রতিপক্ষ হরিণাকুণ্ডুর ফতেপুর গ্রামের ফাকের মেম্বার সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা করে তার দোকান ভাঙচুর করে।