আলমডাঙ্গা সড়ক দুর্ঘটনায় ওজোপাডিকোর কম্পিউটার অপারেটর লিজা খাতুনসহ ২ আহত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ওজোপাডিকোর কম্পিউটার অপারেটর লিজা খাতুন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল মঙ্গরবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে আলমডাঙ্গা আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোয়াকুলি ঈদগার পাঁচিলের সাথে সজোড়ে তাল মারে। এসময় লিজা ও মোটরসাইকেল চালন লিজার মামাতো ভাই রবিনও আহত হয়।

জানা গেছে, আলমডাঙ্গা মসজিদপাড়ার সিরাজুল ইসলামের মেয়ে লিজা খাতুন আলমডাঙ্গা ওজোপাডিকোর কম্পিউটার অপারেটর। গতকাল রবিন নামের তার মামাতো ভাই’র মোটরসাইকেলে চুয়াডাঙ্গার দিক থেকে আলমডাঙ্গায় ফিরছিলেন। পথিমধ্যে সন্ধ্যা ৭টার দিকে রোয়াকুলি গ্রামের ভেতর আকস্মিকভাবে এক মোষ তেড়ে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোডের পাশের পাঁচিলের সাথে ধাক্কা লাগায়। সে সময় রাস্তায় ছিটকে পড়ে লিজা খাতুনের ডান হাত ভেঙে যায়। তাছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। চালক রবিনের বুকে প্রচণ্ড আঘাত লেগেছে। তাদের দুজনকেই উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।