আলমডাঙ্গা পৌরসভার বাজেট ঘোষণা

ভ্রাম্যমাণ প্রতিনিধি: গতকাল বেলা ১১টার দিকে আলমডাঙ্গা পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে আগামী অর্থ বছর ২০১৭Ñ২০১৮ সালের জন্য ৬৬ কোটি ৯১ লাখ ৫০ হাজার ৬শ ৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। বাজেটে অবকাঠামো খাতে সর্বোচ্চ ৫১ কোটি,৬৬ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ সংস্থাপন খাতে দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি, ৭২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া পানি সরবরাহ খাতে ৪ কোটি, পরিচালনা ও রক্ষানাবেক্ষণের জন্য ৩ কোটি ৪৮ লাখ ৫০ হাজার, স্বাস্থ্য ও পয়:নিস্কাশন খাতে ২৩ লাখ, শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতির খাতে ৩০ লাখ, ত্রাণ ও অনুদান খাতে ৪৭ লাখ, মুলধন ব্যয় ৪৩ লাখ ও সমাপনি স্থীতি ১ কোটি ৬২ লাখ ৬শ ৬৬ টাকা। বর্ধিত পৌর কর ধার্য না করে এই বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট সভায় উপস্থিত সুধীজন পৌরসভা এলাকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার এবং বর্জ্য অপসারণের জন্য প্রতি ওয়ার্ডে কমপক্ষে ২টি করে বর্জ্য অপসারণ ভ্যানের দাবি করলে পৌর মেয়র প্রস্তাবিত বাজটে বাস্তবায়নের মাধ্যমে এসব সমস্যার সমাধান করা হবে বলে জানান। মেয়র বলেন, এই বাজেটের মাধ্যমে পৌর এলাকায় একটি কমিউনিটি হাসপাতাল নির্মাণ ও একটি অ্যাম্বুলেন্স ক্রয় করা হবে। এছাড়াও পৌর অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টার অত্যাধুনিক পৌর মার্কেট নির্মাণ ও পৌর পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। সভায় বাজেট উপস্থাপন করেন পৌর সচিব শফিকুল আলম। বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর হিসাব রক্ষক আবুল কালাম আজাদ, প্যানেল মেয়র-১ সদরুদ্দিন ভোলা, প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, কাউন্সিলর আব্দুর গফফার, জাইদুল ইসলাম, ফারুক হোসেন, মামুন অর রশিদ হাসান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কল্পনা খাতুন, নুর জাহান খাতুন প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা দিদার আলী, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক মতিয়ার রহমান, আনোয়ার হোসেন, উজ্জল হোসেন মীর মহর আলী প্রমুখ।