আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ডিজিটাল হাজিরার উদ্বোধন

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের পর আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ গতকাল ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ডিভাইসের উদ্বোধন করেন। একই সাথে তিনি বিদ্যালয়ে একটি অভিযোগ বাক্স স্থাপন করেন। এ সময় তিনি বলেন, ডিজিটাল হাজিরা পদ্ধতির কারণে একদিকে শিক্ষকদের যেমন পেশাদারিত্ব বাড়বে, তেমনি শিক্ষার্থী ও অভিভাবকদের নানা ধরনের উপকার হবে। শিক্ষার্থীদের ওপর অভিভাবকদের নজরদারি সহজ হবে। সন্তান কখন বিদ্যালয়ে পৌঁছালো অথবা আদৌ পৌঁছালো কি-না, কখন বিদ্যালয় ত্যাগ করেছে সেটা অভিভাবক জেনে যাবেন মোবাইলফোনে। ফলে সন্তানদের নিয়ে অভিভাবকদেরও উৎকণ্ঠা অনেকাংশে দূর হবে।
উদ্বোধন শেষে বালিকা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ও শিক্ষা বিষয়ে নানা পরামর্শ প্রদান করেন। শেষে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক পরিচালিত সততা স্টোর দোকান উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, জেলা প্রশাসকের সিএ মাহাতাব হোসেন, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাসিনুর রহমান, রওশন আরা, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, শহিদুল আলম, অন্নপূর্ণা সরকার, মজনুর রহমান, আলী কদর, সমীর কুমার সাহা, গুলশান আরা, শামীমা ইয়াসমিন, রাম কুমার সাহা, মাজেদুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।