আলমডাঙ্গা খাসকররা গ্রামের চোরাইগরু খেজুরতলা থেকে উদ্ধার দুই চোর আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা খাসকররা গ্রামের বজলুর চোরাই গরু বৃষ্টি ভেজা মাটিতে গরুর পায়ের দাগ ধরে গিয়ে খেজুরতলা গ্রামের ইলিয়াসের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়। গরু উদ্ধারকালে খাসকররা গ্রামবাসী দুই গরু চোর ইলিয়াস ও আনোয়ারকে আটক করে পুলিশে দিয়েছে। খাসকররা গ্রামের তাহের আলীর ছেলে বজলু রহমানের প্রায় ১লাখ টাকা মূল্যের একটি গাভী গরু গোয়ালঘর থেকে মঙ্গলবার রাতে চুরি হয়ে যায়। ভোররাতে  ঘুম থেকে উঠে গোয়ালে গরুটি দেখতে না পেয়ে বজলু তার ভাইদের ডেকে গরুটি খুঁজতে থাকে। পরে জাহাপুর মোড় থেকে রাতে বৃষ্টি হওয়ার কারণে গরুর পা মাঠের দিকে গেছে বুঝতে পারে। পরে মাঠ দিয়ে খুঁজতে খুজতে খেজুরতলা গ্রামে চলে আসে। খেজুরতলা গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে ইলিয়াসের বাড়ির সামনে পর্যন্ত গরুর পায়ের দাগ পাওয়া যায়। পরে ইলিয়াসের বাড়ির ভেতরের দাগ গুলো মুছে দেয়া হয়েছে। এ সময় খাসকরার গ্রামবাসী ইলিয়াসের গোয়ালঘর তল্লাশি করলে দেখতে পায় তাদের গরু বাধা আছে। এ সময় খাসকররা গ্রামের লোকজন ইলিয়াসকে ধরার পর তার স্বীকাক্তিতে একই গ্রামের আতিয়ারের ছেলে আনোয়ারকে (২৫) ধরে। দুপুরে আলমডাঙ্গা থানার এসআই আবু জাহের ভুঁইয়া ইলিয়াস ও আনোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করা হয়েছে। আজ সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে প্রেরণ করা হবে।