আলমডাঙ্গা কেশবপুরে মাটির নিচ থেকে একটি দেশি শাটারগান উদ্ধার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের এনামুল হকের বাড়ির নিকট মাটির নিচ থেকে পুলিশ ১টি দেশি শাটারগান উদ্ধার করেছে।

জানা গেছে, কেশবপুর গ্রামের মনছের আলীর ছেলে এনামুল হকের বাড়ির টিউবওয়েলের নিকট মাটির নিচে ১টি শাটারগান পুঁতে রাখা হয়েছে। মোবাইলফোনে গোপনসূত্রে এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা ইনচার্জ রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে যান। তিনি এনামুল হকের বাড়ির বাইরের টিউবওয়েলের ৫/৬ ফিট দূরে মাটি খুঁড়ে প্রায় ১২ ইঞ্চি লম্বা ১টি দেশি সচল শাটারগান উদ্ধার করেন। পুলিশ জানিয়েছেন, পরিচয় গোপন করে অজ্ঞাত ব্যক্তি মোবাইলফোনে ওই তথ্য জানান। পুলিশের ধারণা- এনামুল হকের সাথে একই গ্রামের কয়েকজনের জমি-জমা নিয়ে পূর্বশত্রুতা রয়েছে। তারই জের হিসেবে শত্রুতা করে এনামুল হককে বিপদে ফেলতে ওই শাটারগান পুঁতে রাখতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।