আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে ভুট্টা ভর্তি ট্রাক রাস্তার ওপর উল্টে হেলপার আহত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে নওদাপাড়া নামক স্থানে রাস্তার মাঝখানের গর্ত এড়াতে ভুট্টা ভর্তি ট্রাক রাস্তার ওপর উল্টে হেলপার আহত। গতকাল রোববার চুয়াডাঙ্গা সুবদিয়া সিপি বাংলাদেশ থেকে ভুট্টা বোঝাই করে ঢাকা যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ওই ব্যাস্ত রাস্তায় প্রায় ২-৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

জানা গেছে, চুয়াডাঙ্গা সুবদিয়া সিপি বাংলাদেম থেকে (যশোর-ট ১১-০৮৭৬) নাম্বারের গাড়িটি ভুট্টা বোঝাই করে সন্ধ্যার পর ঢাকার উদ্দেশে রওনা হয়। আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপড়া ইটভাটার নিকট রাস্তার মাঝখানে একটি গর্ত এড়াতে গিয়ে ভুট্টা বোঝাই ট্রাকটি রাস্তা ওপর উল্টে যায়। ট্রাকটির মাথা জিকে ক্যানেলের ভেতরে ও বডি রাস্তার ওপর। ট্রাকে থাকা কয়েক শ’ মণ ভুট্টা রাস্তার ওপর ছিটিয়ে যায়। গাড়ির চালকের কোনো ক্ষতি না হলেও হেলপার চুয়াডাঙ্গা আকন্দবাড়িয়ার মোল্লাপাড়ার শহিদ ফকিরের ছেলে হাবিব মারাত্মক জখন হয়। সাথে সাথে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স গিয়ে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। একই স্থানে কয়েকদিন আগেও একটি ট্রাক উল্টে যায় বলে এলাকাবাসী জানিয়েছে। রাতেই স্থানীয় লোকজনের সহযোগিতায় ট্রাকটি তুলে অন্যান্যে গাড়ি যাওয়ার ব্যবস্থা করে আলমডাঙ্গা থানা পুলিশ।