আলমডাঙ্গা কাবিলনগরতিয়রবিলা ও হরিণাকুণ্ডু যাতায়াতের দুটি ব্রিজের বেহাল দশা

 

শরিফুল ইসলাম: আলমডাঙ্গা উপজেলার সন্ত্রাসকবলিত এলাকা হিসেবে চিহ্নিত খাসকরার ইউনিয়নের পল্লি কাবিলনগর ও তিয়রবিলা এবং তিয়রবিলা ও হরিণাকুণ্ডু যাতয়াতের সংযোগের ব্রিজ ২টি ভেঙে বেহালদশায় পরিণত হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি অতি শিগগিরই ব্রিজ ২টি মেরামতের প্রয়োজন।

আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর ও তিয়রবিলার কয়েক হাজার মানুষ ওই ব্রিজ ২টি দিয়ে মালামালসহ বিভিন্ন পণ্য ও গাড়ি নিয়ে যাওয়া আসা করে। তিয়রবিলার মানুষ তাদের মালামাল নিয়ে সোজা পথে যেমন কাবিলনগর হয়ে খাসকররা বাজারে আসতে পারেনা তেমনি হরিণাকুণ্ডু যেতে পারেনা। তাদেরকে আসতে হলে কয়েক কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। এলাকার মানুষ রাতের আঁধারে কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত ডাক্তারের কাছে সোজা পথে রোগী নিয়ে যেতে পারে না। মাত্র ৩-৪ কিলোমিটার পথ হরিণাকুণ্ডু হাসপাতাল কিন্তু ২০-২৫ কিলোমিটার পথ অতিক্রম করে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে যেতে হয়। এলাকায় কোনো সন্ত্রাস, ডাকাতি হলে পুলিশ যেতে হলে ৫ কিলোমিটার পথ ঘুরে ১০ কিলোমিটার আসতে হয়। এলাকার মানুষ ভাঙা ব্রিজ ২টির ওপর বাঁশ-কাঠ দিয়ে তার ওপরে দিয়ে হাঁটা-চলা করেন। যেকোনো সময় বাঁশ-কাঠ ভেঙে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। দীর্ঘদিন যাবত ব্রিজ ২টি অকেজো হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।