আলমডাঙ্গা এরশাদপুর চাতাল মোড়ের উম্বাতের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলমডাঙ্গার এরশাদপুর চাতাল মোড়ের উম্বাত আলী আবারো বিয়ে করার জন্য দ্বিতীয় স্ত্রীকে নানাভাবে নির্যাতন করছেন। এ অভিযোগ পেয়ে মানবতা ফাউন্ডেশন নেতৃবৃন্দ গত ২৪ অক্টোবর সরেজমিন পরিদর্শন শেষে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, উম্বাত আলী তার দ্বিতীয় স্ত্রী আঁখি খাতুনকে শুধু নির্যাতনই করেনি, ঘুমের ওষুধ খাইয়ে দীর্ঘদিন পাগল বানিয়ে রেখে গোপনে তালাকও দিয়েছে। গত ১৩ অক্টোবর চুয়াডাঙ্গার কাজি আব্দুল হক আব্বাসীর নিকট থেকে তালাক দেয়া হয় বলে তথ্য পাওয়া গেছে। অবশ্য সরেজমিন তদন্তকালে মানবতা ফাউন্ডেশন নেতৃবৃন্দের অভিযোগ উম্বাতকে তার বাড়িতে পাওয়া যায়নি। মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নওদা বণ্ডবিলার মেয়ে আঁখি খাতুনের সাথে দীর্ঘ ১৫ বছর আগে উম্বাত আলীর বিয়ে হয়। তাদের দু সন্তান রয়েছে। উম্বাত তার দ্বিতীয় স্ত্রী আঁখির ওপর নির্যাতন শুরু করে। সম্প্রতি আরো একটি বিয়ে করার জন্য উম্বাত উঠে পড়ে লাগে। অভিযোগ তোলে আঁখি ও তার দু সন্তান জমি লিখে দিতে বলে। এ অভিযোগ তুলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়।