আলমডাঙ্গা উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রাশেদুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ও সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টায় উপজেলা উপস্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও তিনি বেলা ১১টার পর উপস্থিত হন। বেলা ১১টার দিকে গিয়েও তার অফিসে তালা ঝোলানোর দৃশ্য চোখে পড়ে। বিলম্বে গিয়ে তড়িঘড়ি করে মাত্র কয়েকজন রোগী দেখে তাদের ছবি মোবাইলফোনে ধারণ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বাড়ি ফেরেন। দূর দূরান্ত থেকে আসা রোগীরা হতাশ হয়ে বাড়ি ফেরেন। এছাড়া তার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও তোলা হয়েছে। এ ব্যাপারে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বরাবর গণস্বাক্ষরিত অভিযোগ প্রেরণ করা হয়েছে। গণস্বাক্ষরকৃত অভিযোগপত্রে উপসহকারী মেডিকেল অফিসার রাশেদুজ্জামানকে আলমডাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্র থেকে অপসারণের দাবি করা হয়েছে। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) বরাবর লিখিত এ অভিযোগপত্রের অনুলিপি চুয়াডাঙ্গা সিভিল সার্জন ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান বরাবর প্রেরণ করা হয়েছে।