আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ সমাপনী

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৮ সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া প্রাণীসম্পদ সেবা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সমাপনী দিনে সকালে আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের ডিম খাওয়ানো হয়েছে। প্রানীসম্পদ অফিসে গবাদিপশু, হাস-মুরগির ফ্রি ইনজেকশন ও ট্যাবলেট দেয়া হয়েছে। বিকেল ৪টার দিকে প্রাণিসম্পদ অফিসের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম। ভেটেনারি সার্জন ডা. আব্দুল্লাহীল কাফির পরিচালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মহেশ কুমার ভৌতিকা, পাইকপাড়া জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পোল্ট্রি ব্যবসায়ী আশরাফুল আলম, আবুল কাশেম, মাহমুদুল হক চঞ্চল, রোকনুজ্জামান, সিরাজুল হক, হাফিজুর রহমান প্রমুখ।