আলমডাঙ্গা উপজেলা পরিষদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা পরিষদের আয়োজনে ও অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ১৬ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ওই বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির অর্থ তুলে দেন। এ সময় তিনি বলেন, আমরা আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী যারা বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, উচ্চবিদ্যালয়, মাদরাসা, প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলে জিপিএ-৪ থেকে জিপিএ-৫ পেয়েছে তাদেরকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছি। উপজেলা পরিষদের তহবিল থেকে ৪ লাখ টাকা এ বছর ২৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে প্রদান করে তাদের লেখাপড়ার মানোন্নয়নে উৎসাহিত করা হচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশে বলেন- তোমরা মনে রেখ, দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষার কোনো বিকল্প নেই। শুধু পুঁথিগত বিদ্যা নয়, তোমাদের সত্যিকারের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকাল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা বিপথে পরিচালিত হচ্ছে। তাদের থেকে তোমরা সাবধান থাকবে। উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা,  উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেব, মৎস্য অফিসার মঈনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসরণ কর্মকর্তা তাপস কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা। একই অনুষ্ঠানে ১৫ জন দুস্থ ও বেকার মহিলাদের মাঝে ১৫টি সেলাইমেশিন বিতরণ করেন।