আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের উদ্যোগে কৃষকলীগের প্রতিষ্ঠাতা প্রয়াত ব্যারেস্টার বাদল রশীদের স্মরণসভা অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের উদ্যোগে কৃষকলীগের প্রতিষ্ঠাতা প্রয়াত ব্যারেস্টার বাদল রশীদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আলিফ উদ্দিন রোডস্থ কৃষকলীগের দলীয় কার্যালয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হকের সভাপতিত্বে ও দফতর সম্পাদক শাহাবুল হকের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোহন মিয়া, ইব্রাহীম শেখ, সহকারি দফতর সম্পাদক ফজলুল হক, কৃষকলীগ নেতা দিপক বিশ্বাস, অভিমান্যু সাহা, শহীদ মালিথা, দেলোয়ার হোসেন, মানিক মিয়া, সোমেন্দ্রনাথ সাহা, আনোয়ার হোসেন, আবুল কালাম, কাওছার আলী কছর, এস,এম, মনিরুল ইসলাম, রজব আলী, নাজমুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুস সালাম, ইপির আলী, আকালী মণ্ডল প্রমুখ।

উল্লেখ্য, তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম একজন সদস্য ছিলেন। এছাড়াও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা বিষয়ে প্রথম মিটিংটি হয় সেন্ট্রাল লন্ডনে পিকাডিলি সার্কাসের কাছে রেস্টুরেন্টের বেসমেন্টে। উপস্থিত ছাত্র ও ব্যবসায়ী বাঙালিরা সেদিন ১৭ পাউন্ড চাঁদা দিয়ে একটি ফান্ড গঠন করেন। ক্রমেই এদের কর্মতৎপরতা ও কর্মপরিসর বৃদ্ধি পেলে চাঁদা তুলে ইস্ট পাকিস্তান হাউস নামে লন্ডনের কাছাকাছি হাইবেরিতে একটি বাড়ি কেনা হয় যাতে নিয়মিত মিটিং করা সম্ভব হয়। এখান থেকে প্রকাশিত হয় পূর্ববাংলা নামে একটি ম্যাগাজিন। এসব কর্মকাণ্ডের পাশাপাশি পূর্ববাংলা মুক্তি সংঘ নামে একটি গোপন সংঘ প্রতিষ্ঠিত হয়। যেখানে অগ্রণী ভূমিকা পালন করেন ব্যারিস্টার বাদল রশীদ। এরই প্রেক্ষিতে ১৯৭০’র নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যারিস্টার বাদল রশীদকে এমএনএ নির্বাচনে প্রার্থী মনোনীত করেন। সেসময় ব্যারিস্টার বাদল রশীদ নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে স্বাধীনতার পর ১৯৭২ সালে কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-১ আসনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।