আলমডাঙ্গায় স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দঘন আয়োজন স্বপ্নময় অনুষ্ঠিত

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘স্বপ্নময় একদিন’ নামক আনন্দঘন আনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলমডাঙ্গা স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে ও উই ফর অল’র সহযোগিতায় স্বপ্নঘর ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত ৩০ কোমলমতি শিশুদের জন্য এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত স্বপ্নময় একদিন এ আলমডাঙ্গা শহরের বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন। গতকাল রোববার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গা বণিক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান রহমান মুকুল। প্রধান অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী রাসেল। বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক মতিয়ার রহমান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিসুজ্জামান, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সাংবাদিক জামসিদুল হক মুনি, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আ.ফ.ম সিরাজ সামজী, পৌর কাউন্সিলর সদর উদ্দীন ভোলা, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, বণিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঘেটু।

নাট্যকার ও অভিনেতা হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেনউই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা শাখার পরিচালক রাকিবুল ইসলাম রিয়েল, ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা সাংবাদিক শরিফুল ইসলাম, অ্যাড. মোস্তাফিজ শাহীন, শিক্ষক রহিদুল ইসলাম, শরিফুজ্জামান লাকী, মহাসিন কামাল, ডা. আতিক বিশ্বাস, প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক রাজু প্রমুখ। সুধীজনদের সাথে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যাহ্ন ভোজের পর তাদেরকে নির্মল আনন্দ দেয়ার জন্য মোনাকষার স্বপ্নের জগত পার্কে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য যে, উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশন দেশব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের জীবন মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।