আলমডাঙ্গায় শিক্ষার্থীর হেঁসোর কোপে শিক্ষার্থী জখম

শিক্ষা অফিসার আসবেন তাই শিশু শিক্ষার্থীদের দিয়ে আঙিনা পরিষ্কার

 

স্টাফ রিপোর্টার: স্কুলে শিক্ষা অফিসার আসবেন। প্রধান শিক্ষক ব্যস্ত এ নিয়ে। তাই তিনি ছাত্র-ছাত্রীদের হাতে হেঁসো তুলে দিলেন আঙিনার ঝোড়ঝাড় পরিষ্কারের জন্য। অমনিই বিপত্তি ঘটিয়ে বসলো তৃতীয় শ্রেণির ছাত্র আসিফ। সে ধারালো অস্ত্র বসিয়ে দেয় চতুর্থ শ্রেণির ছাত্র শাকিলের মাথায়। শাকিলের অবস্থ গুরুতর। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আলমডাঙ্গার চিলাভালকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এলাকাসূত্রে জানা গেছে, স্কুলে শিক্ষা অফিসার আসবেন বলে বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করার জন্য শিশু শিক্ষার্থীদের হাতে ধারালো হেঁসো তুলে দেন প্রধান শিক্ষক শাহাজাদী। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তারা আঙিনার ঝোপঝাড় পরিষ্কার করছিলো। এ সময় অসাবধানতাবশত চিলাভালকির বজলু সরদারের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র আসিফ ধারালো হেঁসো বসিয়ে দেয় চতুর্থ শ্রেণির ছাত্র শাকিলের মাথায়। শাকিল পার্শ্ববর্তী তালুককররা গ্রামের আব্দুল আলীমের ছেলে। সে নানাবাড়ি চিলাভালকিতে থেকে পড়াশোনা করে। রক্তাক্ত জখম অবস্থায় শাকিলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে চিলাভালকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল কুদ্দুস মাথাভাঙ্গাকে বলেন, ছেলেরা নিজ উদ্যোগে ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়েছিলো। ভরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজাদী তাদেরকে আঙিনা পরিষ্কার করতে বলেননি।