আলমডাঙ্গায় শান্তি প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গায় ৩ দিনব্যাপি শান্তি প্রতিষ্ঠায় যুবসমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত। কর্মশালায় ৩০ জন যুবতীকে প্রশিক্ষণ শেষে সনদ প্রদান করেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অনুষ্ঠিত ওই কর্মশালায় পল্লি জাগরণের নির্বাহী পরিচালক মোজাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের ভাইস প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সিনিয়র গবেষণা পরিচালক আইন বিশেষজ্ঞ মোহাম্মদ হুমায়ুন কবীর, পল্লি জাগরণের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, নিবার্হী পরিচালক শাফিয়া শারমিন, সিনিয়র কো-অডিনেটরও সিনিয়র রিসোর্স আশীষ বনিক, গবেষণা পরিচালক শাহাব এনাম খান, সহযোগিতায় মাঝহারুল হক।