আলমডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে অবৈধ কোমর অপসারণ

 

আলমডাঙ্গা ব্যুরো: ‘মাথাভাঙ্গা বাঁচাও, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা বাঁচাও’ স্লোগানকে সামনে নিয়ে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গা মাথাভাঙ্গা নদী থেকে সমস্ত অবৈধ কোমর (মাছ শিকারের জন্য নদীতে বিশেষ পদ্ধতিতে তৈরি প্রতিবন্ধকতা) অপসারণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা উপজেলার জুগিরহুদা গ্রাম থেকে কান্তপুর ব্রিজ পর্যন্ত বেশ কয়েকটি কোমর অপসারণ করা হয়। অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচী প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ সীমানায় এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে।উপজেলা মৎস্য কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে মাথাভাঙ্গা নদীর ৫ স্থান থেকে কোমর অপসারণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, মৎস্য কর্মকর্তা মঈনুল ইসলাম, মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী আব্দুল হান্নান, প্রকল্প অফিসের সহকারী আব্দুল লতিফ।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান বলেন, কেউ কোমর অপসারণ কাজে বাঁধা প্রদান করলে তাকে আইনের আওয়ায় নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীতে কোমরের কারণে নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ বিলীন হয়ে যাচ্ছে। নদী নাব্যতা হারাচ্ছে। এভাবে চলতে থাকলে একদিন নদীতে আর মাছ পাওয়া যাবে না। নদী এবং মাছ রক্ষার্থে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।