আলমডাঙ্গায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে প্রথম নির্বাচনে রঞ্জু সভাপতি ও রানা সম্পাদক

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নে এই প্রথম  গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করে কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অব্যাহত থাকে। নির্বাচনে সভাপতি পদে রঞ্জু আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সহসভাপতি পদে চেয়ার মার্কায় ৫৭ ভোট পেয়ে সোহেল রানা নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বী আব্দুস সালাম দাড়িপাল্লা মার্কায় ২৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে রানা আহমেদ ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান কুঁড়েঘর মার্কায় ৩৬ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুর ইসলাম মোটরসাইকেল মার্কায় ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ মাইক্রোবাস মার্কায় ২৯ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন বালতি মার্কায় ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী দেলোয়ার হোসেন টাইয়ার মার্কায় ৪৩ ভোট পেয়েছে। এছাড়াও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে রাসেল আহমেদ, সড়ক সম্পাদক পদে তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মিলন হোসেন, সদস্য মিজানুর রহমান মন্টু নির্বাচিত হয়েছেন। মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনায় ছিলেন মাইক্রোবাসের মালিক ও বাদলস্মৃতি একাডেমির মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহরাব হোসেন সাবু, আলমডাঙ্গা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ উদ্দিন, সহসভাপতি কুদ্দুস আলী, কোষাধ্যক্ষ সাহাবুল হক, শ্রমিক ইউনিয়নের নেতা রবিউল ইসলাম, মাইক্রোবাস মালিক রূপক মিয়া, শ্রমিক ইউনিয়নের নেতা মাসুম, সুজন, হাকিম, আসিফ, রাজু আহমেদ প্রমুখ।