আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে হার্ডওয়ার ও জুয়েলারি ব্যবসায়ীদের জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার সোনা পোট্টিতে ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স না থাকার কারণে ৪ জুয়েলারি ব্যবসায়ী ও একজন হার্ডওয়ার ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল বিকেলে চুয়াডাঙ্গা জেলার এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এ আদালত পরিচালনা করেন।

জানা যায়, চুয়াডাঙ্গা জেলার এনডিসি তরিকুল ইসলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলমডাঙ্গার সোনাপট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় লাইসেন্স না থাকার কারণে হার্ডওয়ার ব্যাবসায়ী তোফাজ্জেল হোসেনের ২ হাজার, মিতা জুয়েলার্সের অসিম কুমারকে ১ হাজার টাকা, পার্বতী জুয়েলার্স স্টোরের গৌতম কুমারকে ২ হাজার টাকা, ঈশা জুয়েলার্সের জয়নাল আবেদীনকে ২ হাজার টাকা এবং সুমন জুয়েলার্সের মালিককের কাছ থেকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করেন। এনডিসি তরিকুল ইসলাম অন্যান্য দোকানীদের জরুরি ভিত্তিতে লাইসেন্স নবায়ন করার নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম, পেশকার নাজমুল হকসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।