আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ব্যবসায়ী ও সেবনকারীর কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দু গাঁজাব্যবসায়ী ও ১ সেবনকারীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে কারাদণ্ড প্রদান করেন। গতকাল বুধবার আলমডাঙ্গা রেলস্টেশন এলাকায় সকালে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ডাদেশ প্রদান করেন।

জানা গেছে, আলমডাঙ্গা স্টেশনপাড়ার মৃত ফজলেম আলীর ছেলে গাঁজাব্যবসায়ী লিটন (৩৮), একই গ্রামের হরিতলার জামসেদ আলীর ছেলে গাঁজাব্যবসায়ী কাজল (২৫) এবং স্টেশনপাড়ার ওসমান আলীর ছেলে রানাকে পুলিশ আটক করে। লিটন ও কাজল র্দীঘদিন ধরে গোবিন্দপুর এলাকায়সহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন প্রকার নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। গতকাল সকালে আলমডাঙ্গা থানার এসআই আনিসুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবন করার সময় গাঁজাব্যবসায়ী লিটন ও কাজল এবং সেবনকারী রানাকে আটক করে। পরে তাদের কাছ থেকে ৬০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য আইনে রানাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। লিটন ও কাজলকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম তাদের তিনজনের কাছে থেকে পাওয়া ৬০ পুরিয়া গাঁজা পুড়িয়ে ফেলার আদেশ দেন।