আলমডাঙ্গায় বেগুনক্ষেতে ছাগল যেতে নিষেধ করায় ক্ষেত মালিককে পিটিয়ে জখম

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা গোপিবল্বভপুর গ্রামে বেগুনক্ষেতে ছাগল যেতে নিষেধ করায় ক্ষেত মালিককে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে বেগুনক্ষেতে যেন আর ছাগল না যায় এ কথা বলেতে হোসনে আরার বাড়িতে যান নাসির উদ্দিন পচা। এ সময় ছাগল মালিক হোসেনে আরা তাকে বাঁশের লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের গোপিবল্বভপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে নাসির উদ্দিন পচার বাড়ির নিকটবর্তী মাঠে বেগুন চাষ করেন। প্রায়ই একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী হোসনে আরা খাতুনের ছাগল নাসির উদ্দিনের বেগুনক্ষেতে যায়। গতকাল সকালে নাসির উদ্দিন পচা আবারও হোসনে আরাকে তার ছাগল ক্ষেতে গিয়েছে বলতে আসেন। এ সময় তাদের মধ্যে বাকবিত-ার সৃষ্টি হয়। এক পর্যায়ে হোসেনে আরা বাঁশের লাঠি দিয়ে নাসির উদ্দিন পচার মাথায় আঘাত করে। বাঁশের লাঠির আঘাতে নাসিরের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।