আলমডাঙ্গায় বিনামূল্যে চক্ষু শিবির পরিচালিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি: গতকাল সকাল ১০টায় দিন ব্যাপী আলমডাঙ্গায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের সানি অপারেশন কার্যক্রম পালিত হয়েছে। আলমডাঙ্গার প্রায়ত ব্যবসায়ী মরহুম শামসুদ্দীন আহমেদের পরিবার বর্গের পৃষ্ঠপোষকতায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চক্ষু শিবির কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শেখ আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলালউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগ সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, ড. আব্দুস শহিদ, পরিবেশ প্রকৌশলী আমেরিকা প্রবাসী খালিদ মাহমুদ, ডা. নাজনীন মাহমুদ এ্যানী,এস,সি,এ,ডি কান্ট্রিডিরেকটর আমেরিকা প্রবাসী মৌসুমি খান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খাঁন, আল ইকরা কাডেট একাডেমির অধ্যক্ষ আব্দুল হাই, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন ও মওলানা আব্দুল কাদের। শেখ সাইফুল ইসলাম ও মাগরিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে পরিচালিত চক্ষু চিকিৎসা শিবিরে চিকিৎসা কার্যক্রমের পরিচালনা করেন ডা. মির্জা আহম্মেদ আলী। অনুষ্ঠানে ৩৫০রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। আগামী বৃহস্পতিবার বিনামূল্যে চোখের সানি অপারেশন করা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছেন। চক্ষু চিকিৎসা শিবিরের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে আল ইকরা কাডেট একাডেমির স্কাউট দল।