আলমডাঙ্গায় ডেনড্রাইড দিয়ে নেশা করে মাতলামী করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে মিলনের কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ডেনড্রাইড দিয়ে নেশা করে মাতলামির দায়ে ভ্রাম্যমাণ আদালত বকসিপুরের মিলনের ১ মাসের কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলা বকসিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মিলন হোসেন (১৮) দীর্ঘদিন ধরে ডেনড্রাইড আঠা দিয়ে নেশা করে। গতকাল শহরের নুর মোহাম্মদ মার্কেটে ডেনড্রাইড দিয়ে নেশা করে মাতলামির সময় পুলিশ তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মিলনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৬ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ সময় আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান ও এসআই সাখাওয়াত সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।