আলমডাঙ্গায় টেলিটকের রিচার্জ নিয়ে বিড়ম্বনা

 

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গাসহ আশপাশের কয়েকটা উপজেলার ছাত্র-ছাত্রীরা পড়েছে বিপাকে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন চাকরি পরীক্ষার ফি টেলিটক নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হয়। কিন্তু বর্তমানে টেলিটক নম্বরে টাকা রিচার্জে দায়িত্ব ডাচবাংলা ব্যাংক নেয়ার পর আলমডাঙ্গাসহ আশপাশের কয়েকটি উপজেলা ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম তুলতে পারছে না। অন্যদিকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য ফরমও তোলা যাচ্ছে না। কিছু কিছু জায়গা থেকে ডাচবাংলা ব্যাংক অগ্রিম টাকা নিয়েও টেলিটক নম্বরে টাকা রিচার্জ করে দিচ্ছে না। ছাত্র-ছাত্রীরা ঢাকা-রাজশাহীসহ অন্যান্য বিভাগ থেকে টাকা রিচার্জ করে তারা বিশ্ববিদ্যালয়ের ফরম তুলছে। আলমডাঙ্গা শহরের কয়েকটি কম্পিউটারের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন, আমরা চুয়াডাঙ্গা থেকে টেলিটক নম্বরে রিচার্জের মার্কেটিং অফিসার তৌফিক খানের কাছে অগ্রিম টাকা দিয়ে রাখলেও তিনি আমাদের সময়মতো টাকা রিচার্জ করে দিচ্ছেন না। যার কারণে অনেক ছাত্র-ছাত্রী ভর্তিফরমসহ চাকরি পরীক্ষার ফি পরিশোধ করতে পারছেন না। এর ফলে তারা বিশ্ববিদ্যালয় ও চাকরির সুযোগ হারাচ্ছে।