আলমডাঙ্গায় জাতীয় বিদ্যুত ও জ্বালানী সপ্তাহ উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগীতা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় জাতীয় বিদ্যুত ও জ্বালানী সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। গতকাল আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আলমডাঙ্গা আবাসিক প্রকৌশল অফিসের উদ্যোগে প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিলো ‘জ্বালানী নিরাপত্তায় বিশ্বব্যাপী কয়লার ভূমিকা’ বিতর্কে অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রাহণ করে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এম, সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়, এরশাদপুর একাডেমি ও কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। এই বিতর্ক প্রতিযোগীতায় ২৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগীতায় কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার ১ম স্থান অধিকার করে, একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার ২য় স্থান অধিকার করে এবং একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম ৩য় স্থান অধিকার করে। অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা আবাসিক প্রকৌশলী আবেদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীনেশ চন্দ্র পাল, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সুপারভাইজার ইমরুল হক, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুজ্জামান, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গৌতম কুমার পাল ও আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।