আলমডাঙ্গায় চিলাভালকিতে ১ সন্তানের জননীকে যৌন হয়রানি : ভ্রাম্যমাণ আদালতে বখাটে যুবককে ১ মাসের কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় চিলাভালকি গ্রামের ১ সন্তানের জননীকে উত্ত্যাক্তকারী যুবক লিখনকে ভ্রাম্যমাণ আদালত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। গতাকল রোববার উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।

জানা গেছে, উপজেলার চিলাভালকি গ্রামের খন্দকার আব্দুস সামাদের ছেলে আশাদুলের ১০ বছর আগে চুয়াডাঙ্গা মিয়ারবেলগাছি গ্রামের আব্দুর গনির মেয়ে বিথী খাতুনের সাথে বিয়ে হয়। বিয়ের বছর দেড়েক পর তাদের তাদের একটি ছেলে সন্তান আসে। তার বয়স এখন আট বছর। এরই মাঝে কয়েক বছর আগে আশাদুলের পাশের বাড়ির মৃত বেল্টুর পরিবার। প্রায় ২ বছর ধরে মৃত বেল্টু রহমানের ছেলে লিখন (২২) বিভিন্নভাবে আশাদুলের স্ত্রী বিথী খাতুনকে উত্ত্যক্ত করে আসছিলো। মাঝে বখাটে লিখন মুখে বিষ নিয়ে বিথী খাতুনকে বলে আমার সাথে সম্পর্ক করতে হবে। না হলে আমি বিষ খেতে আত্মহত্যা করবো। যার দায়ভার তোমাকে নিতে হবে। বিথী খাতুন ও তার স্বামী মিলে কয়েকবার লিখনকে নিষেধ করা সত্ত্বেও কোনো উপায় না পেয়ে  আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও থানাতে অভিযোগ জানায়। পরে গতকাল বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় ঘোলদাড়ী ক্যাম্প পুলিশের আইসি এএসআই আমীর হোসেন লিখনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালত বখাটে লিখনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় আলমডাঙ্গা থানার এসআই মহব্বত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।