আলমডাঙ্গায় চাঁদাবাজি ও ভূমি দখল মামলার ২ আসামি গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে চাঁদাবাজি ও ভূমি দখল মামলার ২ আসামিকে গ্রেফতার করেছে। গতকাল বিকেলে উপজেলার রোয়াকুলি গ্রামের অভিযান চালিয়ে তাদের গ্রেরেফতার করা হয়।

পুলিশসূত্রে জানা গেছে, উপজেলার রোয়াকুলি গ্রামের দাউদ হোসেনের ছেলে বাদল হোসেন ও আমজাদ মণ্ডলের ছেলে ছলিহীমসহ কয়েকজন মিলে বেশ কিছু দিন ধরে রোয়াকুলি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশাদুলের নিকট জমি জমা সংক্রান্ত বিষয়ে টাকা দাবি করে আসছিলেন। গত ১১ জুন সকালে বাদল ও ছলিহীমসহ বেশ কয়েকজন মিলে টাকার দাবিতে আশাদুলের পানবরজ ভাঙচুর করে। পানবরজ ভাঙচুরের সময় আশাদুল ও তার পরিবারের লোকজন ঠেকাতে গেলে তাদেরকে মারপিট করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় চাঁদাবাজি ও ভূমি দখল করার অভিযোগে মামলা দায়ের হলে আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করে নিয়ে আসে। আজ বুধবার সংশ্লিষ্ট মামলায় তাদের আদালতে প্রেরণ করা হবে।