আলমডাঙ্গার হাঁপানিয়ায় মুদি দোকনে অগ্নি সংযোগ : ভয়ভীতি দেখিয়ে ছিনিয়ে নেয়ার অভিযোগ

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার পল্লি বড় হাঁপনিয়ায় নির্বচনোত্তর সহিংসতার মারামারিসহ একের পর এক হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিনগত গভীর রাতে হাঁপানিয়া গ্রামের হায়দার আলীর ছেলে কামাল হোসেনের মুদি দোকানে আগুন লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে নির্বাচনে ভোট নিয়ে সৃষ্ট জটিলতার কারণে ক্ষুদ্ধ হয়ে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানি কামাল হোসেনের স্ত্রী আরিফা খাতুন বলেন, তাদের বাড়িতে রাতে বেশ কিছু লোক উপস্থিত হয়ে তার স্বামীর নাম ধরে ডাকে, বাড়িতে না থাকায়, তারা তাকে টানাহেঁচড়া করে এবং প্রাণে মেরে ফেলের হুমকি দেয়। সে সময় ওই অজ্ঞাত ব্যক্তিরা কামালের স্ত্রীকে ভয় দেখিয়ে নগদ ২৯ হাজার টাকা ও এক জোড়া সোনার কানের দুল হাতিয়ে নেয়। যাওয়ার সময় মুদি দোকানে আগুন লাগিয়ে সটকে পড়ে। তবে ওই গ্রামের কেউ কেউ ভিন্ন মন্তব্য করেছেন। তাদের ধারণা, যুবলীগ নেতা মন্টুর বাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ হওয়ায় পাল্টা মামলা করতে ওই ঘটনা ঘটানো হয়েছে। এদিকে গতপরশু সকালে নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতায় একই গ্রামের মহিবুল ইসলাম মন্টুর বাড়ির আসবাবপত্র ভাঙচুরসহ তাকে, তার মাকে এবং স্ত্রী-সন্তানকে মারধর করেছে ইউপি সদস্য ইন্তাদুলের সমর্থকরা। এ ঘটনায় ২৪ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে।