আলমডাঙ্গার সাহেবপুরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় মামলা

 

শাহাদাৎ হোসেন লাবলু: আলমডাঙ্গার সাহেবপুর গ্রামে শরিকি জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই লালনের হাতে খুন হন বড় ভাই কলম। ঘটনার প্রেক্ষিতে গতকাল শনিবার আলমডাঙ্গা থানায় পিতা আজমত মণ্ডল বাদী হয়ে ছোট ছেলে লালনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। এ সময় তিনি জানান, তার ছেলে কলম উদ্দিনের শরিকি জমির ১৩ কাঠা জমি আবাদ করে আসছিলো। আর লালন আবাদ করছিলো ১১ কাঠা। ওই নিয়ে ওদের দুই ভাইয়ের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতো। ঘটনার দিন সকালে ওই জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে লালন কোদাল দিয়ে কলমের মাথায় কোপ মারে। মাঠের লোকজন কলমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে নেয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর গাঢাকা দেয় লালন। পরে গতকাল তিনি বাদী হয়ে আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘাতক ছোট ছেলে লালনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পিতা আজমত মণ্ডল।