আলমডাঙ্গার শ্রীনগরের প্রবাসী আলী হোসেনের সাবেক স্ত্রী বিউটির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার শ্রীনগরের প্রবাসী আলী হোসেন সাবেক স্ত্রীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলী হোসেনের মামাতো ভাই নাসির উদ্দীন।
লিখিত বক্তব্যে বলা হয়, আলমডাঙ্গা উপজেলার শ্রীনগর গ্রামের আশরাফ মণ্ডলের ছেলে আলী হোসেন প্রায় ৮ মাস আগে বিয়ে করে দামুড়হুদার মাদরাসাপাড়ার জালাল উদ্দীন মৌলভীর মেয়ে জান্নাতুল মাওয়া ওরফে বিউটির সাথে। আলী হোসেন বিয়ের কয়েক বছর পর সৌদী আরবে পাড়ি জমান। তাদের সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে। সৌদী যাওয়ার আগে ব্যাংক অ্যাকাউন্ট করেন স্ত্রী বিউটির নামে। তিনি বিদেশ থেকে স্ত্রীর অ্যাকাউন্টে ও লোক মারফত টাকা পাঠানো শুরু করেন। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে ৬ লাখ ১২ হাজার ২৩৬ টাকা ও লোক মারফত ৮ লাখ ৫০ হাজার টাকা এবং ১ লাখ ৩০ হাজার পাঠান। লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, বিউটি গত বছর ৭ জুলাই আমাকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছে। কৌশলে মেয়ে আরবিকে বাড়িতে ফেলে আমার মায়ের কাছে থাকা ১৫ ভরি সোনার গয়না ও টাকা আত্মসাৎ করে। আমার বৃদ্ধা মা বুঝতে পেরে আমাকে বিষয়টি জানান। আমি ছুটি না পাওয়ায় আমার পিতা ও ভাইকে গয়না ও টাকা উদ্ধারের জন্য বলি। এরপর কিছু গয়না উদ্ধার করা হয়। গত ২০ ডিসেম্বর টাকা ফেরত দেয়ার দিন ধার্য্য ছিলো। আমার আত্মীয়-স্বজন টাকা ও গয়না আনতে গেলে তাদেরকে হত্যার হুমকি দিয়ে ফিরিয়ে দেয়া হয়। এদিকে মেয়ে আরবিকে ফিরিয়ে নেয়ার জন্য আদালতে একটি মামলা দায়ের করে বিউটির মা রাবেয়া খাতুন। এসব জানতে পেরে গত ১৬ জানুয়ারি দেশে ফিরে আমার গয়না ও টাকা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।