আলমডাঙ্গার রাসমণি জুয়েলার্সে চুরি

 

আলমডাঙ্গা ব্যুরো: অভিনব কৌশলে আলমডাঙ্গার রাসমণি জুয়েলার্স থেকে প্রায় ২ লাখ টাকা মূল্যের ১৩টি সোনার চেন নিয়ে সটকে পড়েছে দু অপরিচিত মহিলা। গতকাল দুপুরে ক্রেতা সেজে ওই জুয়েলার্সে গিয়ে বিভিন্ন গয়নাগাটি দেখার এক পর্যায়ে সুযোগ মতো চেনের বাক্স ভ্যানিটি ব্যাগে ভরে সটকে পড়ে।

জানা গেছে, রাসমণি জুয়েলার্স আলমডাঙ্গা শহরের বিশিষ্ট জুয়েলারি ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল বুধবার দুপুরে বোরকা পরিহিত অজ্ঞাত ২ মহিলা ক্রেতা গয়না কেনার জন্য রাসমণি জুয়েলার্সে উপস্থিত হয়। সে সময় জুয়েলার্সের মালিক বিজয় কুমার সিহির ছেলে প্রশান্ত কুমার সিহি উপস্থিত ছিলেন। অজ্ঞাত ২ মহিলা ক্রেতা প্রথমে গলার চেন দেখতে চায়। তাদেরকে বিদেশি সোনার চেন রক্ষিত কৌটা দেখতে দেয়া হয়। বিভিন্ন সোনার চেন নেড়ে-চেড়ে দেখে ও দাম জিজ্ঞেস করে তাদের বাজেটের মধ্যে হচ্ছে না বলে জানায়। পরে একটি আংটি পছন্দ করে দাম জিজ্ঞাসা করে। ৮ হাজার টাকা দাম চাওয়া হলে কোনো প্রকার দামাদামি ছাড়াই তারা ৮ হাজার টাকা পরিশোধ করে দেয়। পরে কানের বিভিন্ন দুল চেয়ে নিয়ে দেখতে থাকে। এরই এক পর্যায়ে মানি রিসিট না নিয়েই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার কিছু সময় পরে পৃথক আরও ২ মহিলা ক্রেতা দোকানে উপস্থিত হয়। তারাও সোনার চেন দেখতে চায়। তাদেরকে সোনার চেন দেখানোর জন্য পরে আর চেনের কৌটা খুঁজে পাওয়া যায়নি। পরে খেয়াল হয় আগের ২ মহিলা ক্রেতাকে সোনার চেন দেখতে দিয়ে আর তা তোলা হয়নি। কর্মচারীসহ মালিকের ছেলে মোটরসাইকেল নিয়ে সারা শহর খুঁজেও আর ওই ২ মহিলা ক্রেতাকে পায়নি। দোকান মালিকের ধারনা ওই ২ মহিলা ক্রেতা বিভিন্ন দুল দেখানোর কাজে দোকানিকে ব্যস্ত রেখে সুযোগ বুঝে তারা সোনার চেন ভর্তি কৌটা ভ্যানিটি ব্যাগে ভরে নিয়ে দ্রুত সটকে পড়েছে। কৌটাতে ১৩টি সোনার চেন ছিলো। যার মূল্য প্রায় ২ লাখ টাকা বলে দাবি করা হয়েছে।