আলমডাঙ্গার রাজেদা বেগমের ইন্তেকাল

 

আলমডাঙ্গা ব্যুরো: গিয়াস উদ্দীন মাস্টারের আম্মা রাজেদা বেগম স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় আলমডাঙ্গা কলেজপাড়াস্থ নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।

কলেজপাড়ার মৃত মহর আলী বিশ্বাসের স্ত্রী রাজেদা বেগম বেশ কয়েক বছর ধরে ক্যান্সারে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন বলে পারিবারিকসূত্র জানায়। গতকাল দুপুরে তিনি আকস্মিকভাবেই স্ট্রোকে আক্রান্ত হলে সাথে সাথে মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা জানাজা শেষে মরহুমার লাশ আলমডাঙ্গা দারুস সালাম কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শাহেদ গ্রুপ অ্যান্ড ইন্ডাজট্রিজের মালিক সিঙ্গাপুর প্রবাসী শাহেদুজ্জামান টরিক, বিএনপি নেতা সাবেক পৌর মেয়র মীর মহিউদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইয়াকুব আলি মাস্টার, জেলা পরিষদের সদস্য পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মুসা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী অরুণ প্রমুখ।

মরহুমার আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন ২য় পুত্র আলমডাঙ্গা বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান ওল্টু। এদিকে, লিখিত বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আলমডাঙ্গা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক অধ্যক্ষ ওমর ফারুক।