আলমডাঙ্গার মহেশপুরে মাথাভাঙ্গা নদীতে গোসলে নেমে তলিয়ে গেছেন এক বৃদ্ধ : আজ ডুবুরি এনে খোঁজা হবে লাশ

 

স্টাফ রিপোর্টার: মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গেছেন আলমাডাঙ্গা মহেশপুরের বৃদ্ধ মকছেদ ধনী। গতকাল দুপুরে গোসল করতে নামার পর তিনি পানিতে তলিয়ে যান। দিনভর খোঁজাখুঁজির পরেও তাকে জীবত বা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যার পর নদীতে তল্লাশি বন্ধ করে আত্মীয়স্বজন ও গ্রামবাসী। আজ ডুবুরি এনে সন্ধানকাজ শুরু হবে।

জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের মৃত আপেল মণ্ডলের ছেলে মকছেদ ধনী (৮০) বাড়ির নিকটবর্তী মাথাভাঙ্গা নদীতে দুপুর ১২টার দিকে গোসল করতে নামেন। এক পর্যায়ে খেই হারিয়ে তিনি নদীর স্রোতে ভেসে যান। এলাকার কেউ কেউ এ দৃশ্য দেখলেও তাকে উদ্ধার করতে পারেনি। এরপর থেকেই মকছেদ ধনীকে উদ্ধারের জন্য তার আত্মীয়স্বজন ও গ্রামবাসী চেষ্টা চালায়। ভাটির দিকে কয়েক কিলোমিটার পর্যন্ত খোঁজ করেও তাকে উদ্ধার করা যায়নি। গ্রামবাসীর ধারণা বৃদ্ধ মকছেদ ধনী পানিতে ডুবে মারা গেছেন। আজ শনিবার ডুবুরি এনে তার লাশের সন্ধান করবে গ্রামবাসী।