আলমডাঙ্গার মধুপুরে আজিবারের বিরুদ্ধে জমি বিক্রির নামে একাধিক ক্রেতার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা মধুপুরের আজিবার মণ্ডল ও তার পরিবার জমি বিক্রির নামে ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে দফায় দফায় ইউপি চেয়ারম্যান ও গ্রাম্যমাতবরদের উপস্থিতিতে সালিস-আপসের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার সকালে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তের মধুপুর বাজার সংলগ্ন ধানক্ষেতে হামলা চালায়। বিঘাখানেক জমির ধান কেটে নিয়েছে বলেও অভিযোগ তোলা হয়। পক্ষে-বিপক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় ফাঁড়ি পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত বরকত মণ্ডলের ছেলে চাঁন্দ আলী, মৃত ইজ্জত মুন্সির ছেলে নূর ইসলাম, মৃত মাঙ্গন মণ্ডলের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত সবেদ আলী মেম্বারের ছেলে সাত্তার আলী, পাঁচলিয়া গ্রামের কোমর উদ্দিন জমি বিক্রির কথা বলে ৪ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন মধুপুর গ্রামের মৃত সাবের আলী মেম্বারের ছেলে আজিবার মণ্ডল। এ ব্যাপারে মধুপুর গ্রামের কৃষক চাঁন্দ আলী অভিযোগ করে বলেন, মধুপুর বাজার সংলগ্ন ১০ শতক জমি বিক্রির কথা বলে আজিবার মণ্ডল তার কাছ থেকে ২২ হাজার টাকা নিয়েছে। জমি রেজেস্ট্রির কথা বললে দিনক্ষণ ঠিক করে কালক্ষেপণ করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় কয়েকবার অভিযোগও করা হয়।