আলমডাঙ্গার ভোগাইলবগাদির গৃহবধূ আঙ্গুরা খাতুনের লাশ দাফন সম্পন্ন

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার ভোগাইলবগাদির গৃহবধূ আঙ্গুরা খাতুনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তার বাবার বাড়ি রুইতনপুর গ্রামে দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে গৃহবধূর রেখে যাওয়া দুই সন্তানের নামে বাড়ির জমি লিখে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তার শ্বশুর।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার ভোগাইলবগাদি গ্রামের উত্তরপাড়ার আশরাফুলে স্ত্রী আঙ্গুরা খাতুন (৩০)। গতপরশু শুক্রবার শাশুড়ির ওপর অভিমান করে বিষপান করে। এসময় তাকে উদ্ধার করে আসমানখালী বাজারে স্থানীয় চিকিসৎকের কাছ থেকে বিষ তোলা হয়। আঙ্গুরার অবস্থার অবনতি হলে তাকে রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আঙ্গুরাকে মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার লাশের ময়নাতদন্ত শেষে বাবার বাড়ি আলমডাঙ্গার রুইতনপুর গ্রামে নেয়া হয়। সেখানেই তার নামাজে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে আঙ্গুরার রয়েছে দুই সন্তান। তাদের ভবিষ্যতের কথা ভেবে তার শ্বশুর বাড়ির জমি লিখে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে।