আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামে আপত্তিকর অবস্থায় কপোত-কপোতী আটক

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের বড়পুটিমারী গ্রামের উত্তরপাড়ার হলুদক্ষেত থেকে বেরসিক জনতা আপত্তিকর অবস্থায় কপোত-কপোতী আটক করেছে। এছাড়া একটি চটের বস্তা উদ্ধার করেছে। বিয়ের দাবি থাকলেও একটি পক্ষ তাদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিয়ের আয়োজন চলছিলো।

গ্রামসূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামের গ্রামের মৃত কিতাব আলীর ছেলে লম্পট মহাবুল (৪৫) ও একই গ্রামের মৃত নিজামের স্ত্রী ২ পুত্র সন্তানের জননী মিনুয়ারা ওরফে মিনু (৪০) একটি হলুদক্ষেতে অসামাজিক কাজে মিলিত হয়। এ সময় গ্রামের বেরসিক জনতা তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দেয়। তাদের আটক করে একটি ঘরের মধ্যে আটকে রাখে। গ্রামবাসী আরো জানায়, মিনু ও মহাবুলের মধ্যে শারীরিক সম্পর্ক দীর্ঘদিনের। প্রায় তারা দুজনে প্রায় অবৈধ কাজে মিলিত হয়। গতকাল পূর্ব থেকে ওত পেতে থেকে তাদের দুজনকে হাতেনাতে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। হলুদক্ষেত থেকে একটি চটের বস্তা উদ্ধার করা হয়েছে। গ্রামবাসী বিয়ের দাবিতে কাজি ডেকে বিয়ের আয়োজন করলে গ্রামের একটি পক্ষ মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিয়েতে বাঁধা দিচ্ছে। তাদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। চলছে বিয়ের আয়োজন।