আলমডাঙ্গার বড়গাংনীতে বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতাকে এক হাজার টাকা জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের অভিশাপ থেকে রক্ষা পেয়েছে বড়গাংনীর স্কুলছাত্রী পুর্ণিমা খাতুন। গতকাল বুধবার ধুমধামের সাথে বিয়ের আয়োজন করে কনের পিতা। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেয়ের পিতাকে ১ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, উপজেলার বড়গাংনী গ্রামের এনামুলের মেয়ে স্কুলছাত্রী পূর্ণিমা খাতুনের সাথে পার্শ্ববর্তী ভোগাইল বগাদী গ্রামের মৃত রবজেল হাজির ছেলে প্রবাসী কাবিল উদ্দিনের বিয়ে ঠিক হয়। গতকাল বুধবার বিকেলে বিয়ের হওয়ার কথা ছিলো। বেলা ১১টার দিকে উপজেলা নিবার্হী অফিসার আজাদ জাহান খবর পেয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনকে ব্যবস্থা নিতে বলেন। পরে অফিসার ইনচার্জ বড়গাংনী তদন্ত কেন্দ্র পুলিশের মাধ্যমে স্কুলছাত্রীকে বিয়ে দেয়ার আয়োজন করার অপরাধে মেয়ের পিতাকে আটক করে নিয়ে আসে। দুপুরে উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান মেয়ের বাবা এনামুলকে ১ হাজার টাকা জরিমানা করেন এবং মেয়েকে বাল্যবিয়ে না দেয়ার শর্তে মুছলেকা দিয়ে বাড়ি ফিরেন। এ সময় আলমডাঙ্গা থানার এসআই সাজ্জাদুর রহমান ও বড়গাংনী তদন্ত কেন্দ্রের এএসআই ইসলাম উপস্থিত ছিলেন।