আলমডাঙ্গার বেতবাড়িয়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের গৃহবধূর শ্লীলতাহানি : গ্রামজুড়ে উত্তেজনা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা মুন্সিগঞ্জের বেতবাড়িয়া গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূর শ্লীলতাহানি করেছে একই গ্রামের উত্তম। দফায় দফায় সালিস বৈঠকে উত্তেজনার সৃষ্টি হয়।

জানা গেছে, গত রোববার সকাল ৮টার দিকে আলমডাঙ্গা মুন্সিগঞ্জের বেতবাড়িয়া গ্রামের ওই গৃহবধূ ১ সন্তানের জননী (২৫) বাড়ির পাশের দোকানে যান। দোকান থেকে ফেরার পথে একা পেয়ে একই গ্রামের সন্তোষের ছেলে ২ সন্তানের জনক উত্তম (৩৫) তাকে একা পেয়ে ধর্ষণের উদ্দেশে পেছন দিক থেকে জাপটে ধরে রাস্তার ওপর শ্লীলতাহানি করে। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে উত্তম পালিয়ে যায়। এ নিয়ে গ্রামের উত্তেজনা বিরাজ করছে। ঘটনার দিন থেকে গতকাল পর্যন্ত গ্রামে কয়েক দফা সালিসের আয়োজন করে তা ব্যর্থ হয়েছে। দফায় দফায় সালিস বৈঠক নিয়ে গ্রামে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সুষ্ঠু বিচারের দাবিতে গ্রামবাসী জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছে।