আলমডাঙ্গার বাড়াদী ও পোলতাডাঙ্গায় কাচা রাস্তার উন্নয়ন

বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ও পোলতাডাঙ্গার রাস্তায় বিশেষ বরাদ্দের মাধ্যমে কাচা রাস্তায় মাটি ভরাট ও জনসাধারনের চলাচলের উপযোগী করা হয়েছে বলে এক তথ্যে জানানো হয়। জানা গেছে, আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের বাড়াদী গ্রামের নূর ইসলামের বাড়ি থেকে গোপালনগর পর্যন্ত ও গোপালনগর থেকে নতিডাঙ্গা পর্যন্ত এবং পোলতাডাঙ্গা গ্রামের মঈনুলের বাড়ি থেকে হোসেনের বাড়ি পর্যন্ত ও ছাবেরের বাড়ি থেকে ঈদগার পাশ দিয়ে মাঠের রাস্তা পর্যন্ত মাটি ভরাটের কাজ করা হয়।
রাস্তাগুলো কাচা থাকার কারণে অনেক ধরনের দূর্ভোগে পড়তে হতো গ্রামবাসীকে। বিশেষ বরাদ্দের মাধ্যমে এই রাস্তাগুলোর উন্নয়ন হওয়ায় এলাকার মানুষ এখন খুব সহজেই চলাফেরা করতে পারছেন। জনসাধারণের দাবি উন্নয়নের ধারা আব্যাহত রেখে রাস্তাগুলো
যেনো পাকাকরণের আওতায় আনা হয়।