আলমডাঙ্গার বলেশ্বরপুর থেকে চুরি হওয়া ৪টি গরু গাংনীর বামন্দী থেকে উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রাম থেকে চুরি হওয়া ৪টি গরু গাংনীর বামন্দী থেকে উদ্ধার করা হয়েছে। বলেশ্বরপুরের কদম, বোয়ালমারী গ্রামের সানোয়ার ও সাতগাড়ির রশিদ এ চুরির সাথে অভিযুক্ত বলে জানা গেছে।

অভিযোগসূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি রাতে বলেশ্বরপুরের গোলাম সারোয়ারের ৩টি এড়ে গরু ও সুতোর আলীর ১টি গরু চুরি হয়ে যায়। পরদিন এলাকাবাসী মোমিনপুরের বোয়ালমারী গ্রামের সানোয়ারকে জিজ্ঞাসাবাদ করলে সে বলেশ্বরপুর গ্রামের গরুচোর সিন্ডিকেটের গড়ফাদার কদমের নাম বলে। রাতেই তাকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করে। ওইদিন রাতেই গাংনী থেকে বামন্দী ফাঁড়ি পুলিশ চোরাইকৃত ৪টি গরু উদ্ধার করতে সক্ষম হয়। গতকাল বামন্দী পুলিশ ফাঁড়ি থেকে গরু মালিকেরা প্রমাণ দিয়ে গরু নিয়ে যান।

গরু মালিকরা জানান, বলেশ্বরপুর গ্রামের কদম এলাকায় গ্যাং গ্রুপ গঠন করে এলাকায় চাঁদাবাজি ও চুরিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জন সাধারণের অতিষ্ঠ করে তুলেছে। এলাকাবাসী প্রতিকার চেয়ে পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে।